এবার কুকুরকে বিয়ে করলো অস্ট্রেলিয়ান তরুণ
কিছুদিন আগে ফিলিপাইনে নিজেকে নিজে বিয়ে করে আলোচিত হয়েছিলো তরুণী। তাকে
টেক্কা দিতেই হয়তো এবার নিজের পালা কুকুরকে বিয়ে করলো জোয়ি গুইসো (২০)
নামে
এক অস্ট্রেলিয়ান তরুণ। শুক্রবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এই অভিনব বিয়ের ঘটনাটি ঘটে। ল্যাব্রাডর প্রজাতির হানি নামের কুকুরটিকে জোয়ি গত ৫ বছর ধরে পুষছিলেন। শুক্রবার সে তার বন্ধু ও পরিবারের সদস্যদের সামনে হানিকে বিয়ে করে।
এ ব্যাপারে জোয়ি সাংবাদিকদের বলেন, আমি শুধুই বন্ধুদের সাথে মজা করবার জন্য হানিকে বিয়ে করেছি। আমি ও হানি সত্যি সত্যি বিয়ের পোশাক পরেই বিয়ে করেছি। তবে অন্য সবাইকে বলবো এ বিষয়টি যেন হালকা ভাবেই নেন। কারণ, হানিকে আমি ভালোবাসি। আর কুকুরকেতো সত্যি সত্যি বিয়ে করা যায় না। এর মধ্যে কোন ধরনের যৌন ঘটিত ব্যপার নেই বলে জোয়ি জানান।
এক অস্ট্রেলিয়ান তরুণ। শুক্রবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে এই অভিনব বিয়ের ঘটনাটি ঘটে। ল্যাব্রাডর প্রজাতির হানি নামের কুকুরটিকে জোয়ি গত ৫ বছর ধরে পুষছিলেন। শুক্রবার সে তার বন্ধু ও পরিবারের সদস্যদের সামনে হানিকে বিয়ে করে।
এ ব্যাপারে জোয়ি সাংবাদিকদের বলেন, আমি শুধুই বন্ধুদের সাথে মজা করবার জন্য হানিকে বিয়ে করেছি। আমি ও হানি সত্যি সত্যি বিয়ের পোশাক পরেই বিয়ে করেছি। তবে অন্য সবাইকে বলবো এ বিষয়টি যেন হালকা ভাবেই নেন। কারণ, হানিকে আমি ভালোবাসি। আর কুকুরকেতো সত্যি সত্যি বিয়ে করা যায় না। এর মধ্যে কোন ধরনের যৌন ঘটিত ব্যপার নেই বলে জোয়ি জানান।