প্রথম পুরুষ মা-পুরুষ হয়েও কন্যাসন্তানের জন্ম দিলেন এক ব্রিটিশ


নিজে পুরুষ হয়েও কন্যাসন্তানের জন্ম দিলেন এক ব্রিটিশ নাগরিক। তিনি দেশটিতে প্রথম পুরুষ মা। এর আগে আমেরিকা এবং স্পেনে পুরুষের সন্তান জন্মদানের ঘটনা ঘটে। ব্রিটেনের এ অধিবাসী সেক্স ও গর্ভাশয়ে হরমোন
পরিবর্তনের মাধ্যমে এ অসম্ভবকে সম্ভব করেছেন। ওই পুরুষ মায়ের নাম পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
জানা গেছে, ৩০ বছর বয়সে অস্ত্রোপচারের মাধ্যমে এ পুরুষের জরায়ু গর্ভধারণের উপযোগী করা হয়। এ সময় তার জরায়ুতে হরমোনও পরিবর্তন করে দেওয়া হয়। লিঙ্গ পরিবর্তন বিষয়ক সংগঠন বিমন্ড সোসাইটির কর্মী জোয়ানা ড্যারেল বলেন, সে আমাকে জিজ্ঞাসা করেছিল গর্ভাশয়ে সন্তানধারণের উপযোগী করার জন্য কী ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন। তিনি বলেন, ধারণা করা হয়েছিল সন্তান জন্মদানের সময় সিজারের প্রয়োজন হবে। কিন্তু তার অব্যাহত প্রচেষ্টায় সেটি স্বাভাবিকভাবে সম্ভব হয়েছে। এর আগে আমেরিকা এবং স্পেনে একজন করে পুরুষ গর্ভধারণ করে সন্তান জন্ম দিয়েছে। আমেরিকার থমাস বিট বিশ্বের প্রথম পুরুষ মা। তিনি ২০০৭ সাল থেকে এভাবে তিনটি সন্তানের জন্ম দেন। খবর ডেইলি মেইল অনলাইনের।

Powered by Blogger.