আর্জেন্টিনায় মেয়ের গর্ভে ১০ সন্তানের জন্ম দিয়েছে নরপশু
আর্জেন্টিনায় নিজের মেয়েকে ৩০ বছর ধরে ধর্ষণ এবং তার গর্ভে ১০টি সন্তান
জন্ম দেয়ার অভিযোগে এক নরপশুকে গ্রেফতার করা হয়েছে। বুধবার কর্মকর্তারা এ
কথা
জানান। গণমাধ্যমের খবরে বলা হয়, সান্তা ফি প্রদেশে ৬২ বছর বয়সী এক লোককে পুলিশ গরু চুরির অভিযোগে গ্রেফতার করে। এরপর ওই লোকটির মেয়ে (৪৩) পুলিশকে জানান, তার বাবা তাকে বন্দুকের মুখে ৩০ বছর ধরে ধর্ষণ করে আসছিল। তার গর্ভে ১০টি সন্তানও জন্ম নেয়। এদের ৮ জন জীবিত। কিন্তু তারা জানে না যে তাদের নানাই তাদের বাবা। বড় ছেলেটি তাদের দৈহিক সম্পর্কের ঘটনাটি জানতে পেরে আত্মহত্যা করে বলে ক্ষতিগ্রস্ত মেয়েটি পুলিশের কাছে অভিযোগ করেন। তিনি জানান, প্রতিবেশীরা তার সন্তানের বাবা সম্পর্কে জানতে চাইলে তিনি মিথ্যার আশ্রয় নেন।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা জজ ভার্জিলিও পালুড বলেন, সান্তা ফি প্রদেশের উত্তরাঞ্চলে পারিবারিক নির্যাতন খুবই সাধারণ ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণ হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে। গত মাসে করডোবা প্রদেশে ২০ বছর ধরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক নরপশুকে গ্রেফতার করা হয়। ওই মেয়ের গর্ভেও ৬টি সন্তান জন্ম নেয়।
জানান। গণমাধ্যমের খবরে বলা হয়, সান্তা ফি প্রদেশে ৬২ বছর বয়সী এক লোককে পুলিশ গরু চুরির অভিযোগে গ্রেফতার করে। এরপর ওই লোকটির মেয়ে (৪৩) পুলিশকে জানান, তার বাবা তাকে বন্দুকের মুখে ৩০ বছর ধরে ধর্ষণ করে আসছিল। তার গর্ভে ১০টি সন্তানও জন্ম নেয়। এদের ৮ জন জীবিত। কিন্তু তারা জানে না যে তাদের নানাই তাদের বাবা। বড় ছেলেটি তাদের দৈহিক সম্পর্কের ঘটনাটি জানতে পেরে আত্মহত্যা করে বলে ক্ষতিগ্রস্ত মেয়েটি পুলিশের কাছে অভিযোগ করেন। তিনি জানান, প্রতিবেশীরা তার সন্তানের বাবা সম্পর্কে জানতে চাইলে তিনি মিথ্যার আশ্রয় নেন।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা জজ ভার্জিলিও পালুড বলেন, সান্তা ফি প্রদেশের উত্তরাঞ্চলে পারিবারিক নির্যাতন খুবই সাধারণ ঘটনা। অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণ হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে। গত মাসে করডোবা প্রদেশে ২০ বছর ধরে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক নরপশুকে গ্রেফতার করা হয়। ওই মেয়ের গর্ভেও ৬টি সন্তান জন্ম নেয়।