বলিউড বাদশার আজ `বার্থ ডে`
হোতা হ্যায়`-এর ঢেউ তুলে ভারতকে `চাক দে ইন্ডিয়া`র সুর শিখিয়েছেন।সেই শাহরুখ এবারের জন্মদিনটা কাটালেন একেবারে নিজের মত করে। তবে যশ চোপড়ার মৃত্যুর জন্য জন্মদিন উদযাপনটা জমকালো হল না। টুইটারে তাঁর ভক্তদের ধন্যবাদ দিলেন। কিং খানকে শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার রাতে বারোটা বাজার সঙ্গে সঙ্গে মুম্বইতে শাহরুখের বাংলো মান্নাতের সামনে ভিড় জমান তাঁর অসংখ্য ভক্তেরা৷ মান্নাত থেকে ফ্যানেদের উদ্দেশে হাতও নাড়েন শাহরুখ৷ তাঁকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে মান্নাতে যান ফারাহ খান৷ তাঁকে আইপিএলে এনে দেওয়ার নায়কদেরও এসএমএস করে শুভেচ্ছা জানালেন। শাহরুখ খান ১৩ বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। এর মধ্যে সাতটিই সেরা অভিনেতার পুরস্কার। যা এক অনন্য নজির। তবে শাহরুখের মাহাত্ম্য বোঝাতে হলে এসব পুরস্কারের সংখ্যা দিয়ে নয় বরং সিনেমা হলের বাইরে তাঁকে নিয়ে উন্মাদনাতেই ধরা পড়ে। ধরা পড়ে সেই অচেনা কিশোরী থেকে বয়স্কা মহিলা সবার চোখে.. যেখানে শাহরুখকে দেখলেই মন বলে ওঠে কুছ কুছ হোতা হ্যায়…