মা হয়েছেন আগেই, দু`দুবার, এবার বিয়ের পিঁড়িতে সুস্মিতা

এল সুখবর। হয়তো সামনের বছরই স্টেটাস বদলাতে চলেছেন সুস্মিতা সেন।সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের গোড়াতেই খ্রীষ্টান মতে বিয়ে করবেন সুস্মিতা। যদিও পাত্রটির নাম এখনও মুখ ফুটে বলেননি তিনি। তবে মায়ের বিয়ের খবরে বেজায় খুশি সুস্মিতার বড় মেয়ে রেনে। ছোট মেয়ে আলিশ অবশ্য এখনও এসব বুঝে ওঠার পক্ষে খুবই ছোট।
আমরাও চাইবো বিয়ে করে আপনি সুখি হোন সুস্মিতা।