দুই স্বামীর যখন এক বউ-অবশেষে ধরা খেয়ে প্রথম স্বামীর কাছ থেকে তালাক

উপজেলার বদ্দপুর গ্রামের জেসমিন সুলতানা জেমির বিয়ে হয় বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর গ্রামের আতাউর রহমানের সঙ্গে। এখানে ঘর-সংসার চলা অবস্থায় জুলি ২০০৫ সালে গোপনে নওগাঁ সদর উপজেলার ফতেপুর গ্রামের ফিরোজ হোসেন পিন্টুকে বিয়ে করেন। সেই থেকে তিনি কৌশলে দুই স্বামীর সংসার চালিয়ে আসছিলেন। সল্ফপ্রতি প্রথম স্বামী আতাউর রহমান ঘটনা জানার পর নসরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক খন্দকারের শরণাপন্ন হন। শুক্রবার ওই চেয়ারম্যানের সভাপতিত্বে উভয়পক্ষকে নিয়ে সালিশ বৈঠক বসলে প্রথম স্বামী আতাউর রহমান জুলিকে তালাক দেন।