ভালোবাসা দিবসে স্বামী বদলের ৫ বছর-সংসার জীবন ভালই কাটছে

বিশ্ব ভালবাসা দিবসে হাসিনা-রোমানা স্বামী বদল করার পর তাদের ৫ বছরের সংসার জীবন ভালই কাটছে। এখনও তাদের সংসার অটুট আছে। সুন্দরগঞ্জ উপজেলার উজান বোচাগাড়ি গ্রামের শহিদুল ও চণ্ডিপুর গ্রামের তারা মিয়া পরস্পর ঘনিষ্ট বন্ধু ছিলেন।

এরই সূত্রে একপর্যায়ে শহিদুলের স্ত্রী হাসিনা বেগম ২০০৭ সালে বিশ্ব ভালো দিবসে স্বামীর বন্ধু তারা মিয়ার হাত ধরে চলে যান। বিয়ে করেন তারা। বর্তমানে তাদের এক কন্যা সন্তান রয়েছে।
এদিকে বিষয়টি জানতে পেরে তারা মিয়ার স্ত্রী রোমানাও বেছে নেন হাসিনার স্বামী শহিদুলকে।
বর্তমানে তারা মিয়া ও হাসিনা চণ্ডিপুর গ্রামের নিজ বাড়িতে ও শহিদুল রোমানা হরিপুর ইউনিয়নের গুচ্ছ গ্রামে বসবাস করছেন।
বিশ্ব ভালবাসা দিবসে স্বামী বদলের ৫ বছর পরও তাদের সংসার জীবন ভালোই কাটছে বলে জানা গেছে।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Powered by Blogger.