এবার মেয়েদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

মেয়েদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ভারতের রাজস্থান রাজ্যের একটি গ্রামে। মেয়েরা যাতে ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে না পারে সেজন্যে রাজ্যের দাউসা জেলার
একটি গ্রাম পঞ্চায়েত এ সিদ্ধান্ত নিয়েছে বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।পঞ্চায়েতে উপস্থিত গ্রামের এক বৃদ্ধ তার পরিবারের সমস্যার কথা তুলে ধরে বলেছেন, মেয়েরা ছেলেদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে গোপনে যোগাযোগ রক্ষার ফলে কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যা সৃষ্টি হচ্ছে।গত সপ্তাহে এক মেয়ে তার ছেলে বন্ধুর সঙ্গে পালিয়ে যাওয়ার পর সেখানে মেয়েদের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হলো।তবে পঞ্চায়েতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা এস এন খিনচি জানিয়েছেন। পঞ্চায়েতে প্রায়ই গ্রামের সামাজিক ও নৈতিক বিষয়ে কিছু অনির্বাচিত বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সালিশ করে থাকেন।তাদের এ ধরনের সিদ্ধান্ত মানার আইনগত বাধ্যবাধকতা না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে পঞ্চায়েতের সিদ্ধান্ত অমান্য করার সাহস কেউ দেখায় না। গ্রাম পঞ্চায়েতের এ ধরনের নির্দেশের ফলে মেয়েদের ওপর নানা ধরনের নির্যাতন হয় এবং ‘অনার কিলিং’ বা পারিবারিক সম্মান রক্ষার জন্য হত্যাকাণ্ড ঘটে।

Powered by Blogger.