বাংলাদেশে গুগলের আনুষ্ঠানিক যাত্রা শুরু

বিশ্বের বৃহত্তম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গুগল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। কান্ট্রি কনসালটেন্ট নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে গুগল এই যাত্রা শুরু করল।


গুগলে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন গ্রামীণ ফোনের সাবেক প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির। সোমবার বাংলাদেশের ‘কান্ট্রি কনসালট্যান্ট’ পদে গুগলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তিনি।

এর আগে ২০০৯ থেকে গ্রামীণ ফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন মনিরুল। কিছুদিন আগে গ্রামীণ ফোনের ব্যাপক সমালোচিত কর্মী ছাঁটাই প্রক্রিয়ায় তার প্রত্যক্ষ ভূমিকা ছিলো বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। তার বলিষ্ঠ নেতৃত্বেই ২০১০ সালে গ্রামীণ ফোন টেলিনর গ্রুপের পুরস্কার লাভ করে।

বার্লিন স্কুল অব ক্রিয়েটিভ লিডারশিপ থেকে এমবিএ মনিরুল বাংলাদেশে ব্রিটিশ আমেরিকান টোবাকো, বাংলালিংক ও রহিম আফরোজসহ বেশি কয়েকটি কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।

Powered by Blogger.