আমি আমার বাবার মতো করে মরতে চাই না :শাহরুখ খান

বলিউডের এ সময়ের অন্যতম সেরা সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি তিনি তার টুইটারসহ একাধিক মাধ্যমে বলেছেন একাকীত্বে ভুগছেন তিনি। চারদিকে শূন্যতা অনুভব করছেন। সম্প্রতি গোয়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে বলেন, ‘কোথাও
কোনো কিছুর ঘাটতি আছে। আমি শুধু অনুভব করতে পারছি। কিন্তু কী বুঝতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘বহু বছর আগে, আমার বাবা আমাকে নিয়ে দিল্লি’র একটি সিনেমা হলে গিয়েছিলেন। তার কাছে যথেষ্ট টাকা ছিল না। আমরা অডিটোরিয়ামের পাশে দাঁড়িয়ে ছবি দেখেছিলাম। পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল। ১৫ বছর বয়সেই বাবাকে হারিয়েছি। আমি বাবার মতো করে মরতে চাই না। আমার চারপাশ শূন্য থাক আমি চাই না। অচেনা হতে চাই না। আমি সফল হতে চাই। আমার বাবা ব্যর্থতায় সফল হয়েছেন শতভাগ। আমি তা চাই না।’

Powered by Blogger.