সারিকা মুক্ত হিল্লোল ও নওশীনের বয়কট আদেশ বহাল


 গত ৩রা নভেম্বর টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস এসোসিয়েশন অব বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সভায় তিন অভিনয় শিল্পী হিল্লোল, নওশীন ও সারিকাকে ৩ মাসের জন্য বয়কট রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হয়
। অভিনেত্রী সারিকা প্রডিউসারস এসোসিয়েশনের কাছে ১৮/১০/২০১২ তারিখে লেখা এক পত্রে চ্যানেল টুয়েন্টিফোর-এর ‘ডাইন আউট উইথ আস’ অনুষ্ঠানে তারসহ আলোচকদের বক্তব্যের দায়িত্ব স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে এসোসিয়েশন নেতারা তাকে সাধুবাদ জানান এবং তার ওপর নেয়া বয়কট আদেশ প্রত্যাহার করে নেন। অভিযুক্ত অপর দুই শিল্পী হিল্লোল ও নওশীনের বিষয়ে বয়কটাদেশ বহাল রাখা হয়। এ দুই শিল্পীকে প্রাথমিকভাবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত কোন নাটক-টেলিফিল্মে সংশ্লিষ্ট না করার জন্য সব নাট্য প্রযোজক-পরিচালকের কাছে আহ্বান জানানো হয়। সংগঠনের সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক তারিক আনাম খানের উপস্থিতিতে কার্যকরী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এ প্রসঙ্গে হিল্লোল বলেন, আমার কাছে এটি বিনা বিচারে শাস্তির মতো। নিজেরা সভা করে মনগড়া একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে আমাদের বিরুদ্ধে। আমি জানতে চাই কোন আইনে আমাদের এরূপ শাস্তি দেয়া হচ্ছে। নওশীন বলেন, আমি এরই মধ্যে কিছু কাজ করেছি, আগামীতেও তেমনি পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ করে যেতে চাই। তবে একটি বিষয় বুঝলাম না, কোন আইনে শাস্তি দেয়া হয়েছে।

Powered by Blogger.