ফের এক নায়িকা উধাও!

ফের এক নায়িকা উধাও! গ্ল্যাম দুনিয়ার ঘানি টানতে না পেরে সে বেচারি শুধু একটু হাঁফ নিতে চায় সাধারণ মানুষের পৃথিবীতে, হাঁটতে চায় ভিড়ের সঙ্গে মিশে,
চলে যেতে চায় যেখানে মন চায়। কেউ তো তাকে সেই সুযোগটা দেয় না। কাজেই পালিয়ে যাওয়া ছাড়া আর কীই বা করে সে! উঁহু, এটা উত্তমকুমার-অঞ্জনা ভৌমিক অভিনীত ‘নায়িকা সংবাদ’-এর গপ্পো নয়। এইটুকুন মিল বাদ দিলে এটা বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়-এর ওই এক নামের নতুন ছবির প্লট। যেখানে অভিনয় করছেন অরুণিমা ঘোষ, ইন্দ্রনীল সেনগুপ্ত আর মুমতাজ সরকার। সবে মাত্তর শ্যুটিং শুরু হয়েছে ছবির- আপাতত দেখুন তারই একটি ছাই মুহূর্ত।

Powered by Blogger.