আগারগাঁও পাসপোর্ট অফিসে আগুন : আতঙ্কে ১ ঘণ্টা কাজ বন্ধ

রাজধানীর আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের একটি কক্ষে গতকাল দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অল্প সময়ের মধ্যে কর্মকর্তা কর্মচারীরা আগুন
নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পাসপোর্ট ভবনের পঞ্চম তলায় শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। তখন পাসপোর্টের জন্য স্থাপিত ফটোস্টুডিওর কয়েকটি যন্ত্রপাতিতে আগুন ধরে যায়। ভবনের কর্মকর্তা-কর্মচারীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে ওই কক্ষে তখন পাসপোর্ট তৈরির জন্য ছবি তুলতে এবং পাসপোর্টের আবেদনপত্র জমা দিতে আসা প্রায় শতাধিক লোকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ভয়ে আইটি শাখার লোকজন রুম থেকে বেরিয়ে আসেন। একপর্যায়ে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই তলায় বিদ্যুত্ ব্যবস্থা ভেঙে পড়লে প্রায় এক ঘণ্টা পাসপোর্ট তৈরির প্রয়োজনীয় কাগজপত্র জমা নেয়া বন্ধ থাকে। পরে বিদ্যুত্ ব্যবস্থা স্বাভাবিক হয়। এ ব্যাপারে ফায়ার সার্ভিস জানায়, আমাদেরকে পাসপোর্ট ভবন থেকে এমন কোনো খবর জানায়নি।

Powered by Blogger.