দুই স্ত্রীকে নিয়ে আরেফিন রুমী

আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জানা গেছে, রাত ১১টার দিকে রুমীর দ্বিতীয় বিয়ের কাজটি সারা হয়। বিয়েতে রুমীর প্রথম স্ত্রী অনন্যা, মা, বড় ভাইসহ উভয়
পরিবারের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। রুমীর প্রথম স্ত্রী অনন্যার ঘরে আরিয়ান নামের দেড় বছর বয়সী একটি ছেলে রয়েছে। দ্বিতীয় বিয়ের পর গতকাল সকালেই রুমী কাতার ও বাহরাইনের উদ্দেশে উড়াল দিয়েছেন। বিমানবন্দরে রুমীকে বিদায় জানান, তার দুই স্ত্রী অনন্যা ও কামরুন নেসা। আরেফিন রুমী সেখানে প্রবাসী বাঙালিদের আয়োজনে দুটি অনুষ্ঠানে গান করবেন। ২৯ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।