সাইফ আলী খানের সঙ্গে ঘর বাধলেন বলিউড হার্টথ্রব কারিনা কাপুর
জল্পনা
কল্পনার অবসান ঘটিয়ে পতৌদির নবাব সাইফ আলী খানের সঙ্গে ঘর বাধলেন বলিউড
হার্টথ্রব কারিনা কাপুর। আজ সকালে সাইফের বাসায় এই দুই বলিউড তারকার
বিবাহের রেজিস্ট্রেশন হয়েছে বলে ভারতের বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে। সাইফ
আলি খান প্রয়াত ভারতীয়
ক্রিকেটার নবাব মনসুর আলি খান পতৌদি ও বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের একমাত্র ছেলে। অন্যদিকে কারিনা কাপুর ভারতীয় সিনেমার কিংবদন্তী রাজ কাপুরের নাতনী।
বিয়ের রেজিস্টার সুরেখা রমেশ জানান, তিনজন সাক্ষী কারিনার বাবা রণধির কাপুর, মা ববিতা কাপুর ও সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুরের উপস্থিতিতে বিয়ে রেজিস্টার করা হয়। আনুষ্ঠানিক রেজিস্টারের মধ্য দিয়ে ৪২ বছর বয়সী সাইফের জীবন সঙ্গী হিসেবে নতুন জীবন শুরু করলেন ৩২ বছর বয়সী কারিনা কাপুর। ২০০৭ সাল থেকে এই দুই সুপার স্টারের অন্তরঙ্গ যোগাযোগ শুরু। এর পর থেকেই গুঞ্জন ছিল পতৌদির নবাব কারিনাকে নিয়ে ঘর বাঁধছেন। দুই সন্তানের জনক সাইফের এই বিয়ে নিয়ে বেশ আলোচনাও চলে মিডিয়ায়।
ক্রিকেটার নবাব মনসুর আলি খান পতৌদি ও বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের একমাত্র ছেলে। অন্যদিকে কারিনা কাপুর ভারতীয় সিনেমার কিংবদন্তী রাজ কাপুরের নাতনী।
বিয়ের রেজিস্টার সুরেখা রমেশ জানান, তিনজন সাক্ষী কারিনার বাবা রণধির কাপুর, মা ববিতা কাপুর ও সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুরের উপস্থিতিতে বিয়ে রেজিস্টার করা হয়। আনুষ্ঠানিক রেজিস্টারের মধ্য দিয়ে ৪২ বছর বয়সী সাইফের জীবন সঙ্গী হিসেবে নতুন জীবন শুরু করলেন ৩২ বছর বয়সী কারিনা কাপুর। ২০০৭ সাল থেকে এই দুই সুপার স্টারের অন্তরঙ্গ যোগাযোগ শুরু। এর পর থেকেই গুঞ্জন ছিল পতৌদির নবাব কারিনাকে নিয়ে ঘর বাঁধছেন। দুই সন্তানের জনক সাইফের এই বিয়ে নিয়ে বেশ আলোচনাও চলে মিডিয়ায়।