সাগর-রুনি খুনের ঘটনায় মাহফুজুরকে আবারো জিজ্ঞাসাবাদ

সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুনের ঘটনায় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব। আজ মঙ্গলবার সকাল ১১ টায় র‌্যাব সদর দফতরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় মাহফুজুর রহমানের সঙ্গে এটিএন নিউজের এক শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
র‌্যাব সূত্র জানায়, এর আগে র‌্যাব গত মে মাসে
এটিএন বাংলার কার্যালয়ে মাহফুজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করে। পরে লন্ডনে সাগর-রুনি হত্যার ব্যাপারে মাহফুজুর রহমানের বিভিন্ন মন্তব্যের পর তাকে আবারো জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করে র্যাবের মামলা তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ র‌্যাব সদর দফতরে তাকে জিজ্ঞাসা করা হয়।
র‌্যাব সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে তিনি র‌্যাবকে জানান, গত ১১ ফেব্রুয়ারি সাগর-রুনি খুনের সময় তিনি টাঙ্গাইলে অবস্থান করছিলেন। খুনের ব্যাপারে বিস্তারিত তথ্য তিনি সংবাদপত্র পড়ে জানতে পেরেছেন। লন্ডনে সাগর-রুনি হত্যার ব্যাপারে বিভিন্ন মন্তব্যের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘সেখানকার উদভুত পরিস্থিতির কারণে ঐ সব মন্তব্য করতে হয়েছে।’ সাগর-রুনিকে কারা খুন করেছে-এমন প্রশ্নের জবাবে মাহফুজুর রহমান বলেন, কারা খুন করতে পারে এ ব্যাপারে তার কাছে কোন তথ্য নেই।
প্রায় সোয়া ২ ঘণ্টা র‌্যব সদর দফতরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

Powered by Blogger.