আওয়ামী লীগের সাবেক এমপি’র রহস্যজনক মৃত্যু
নেত্রকোনা জেলার দুর্গাপুর-কলমাকান্দা আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য
জালাল উদ্দিন তালুকদারের (৬১) রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার দিকে
পরিবারের লোকজন তার মাথায় রক্তক্ষরণ দেখে দ্রুত দুর্গাপুর সদর হাসপাতালে
নিয়ে যান। পরে দুর্গাপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর
করা হয়। সকাল ১০ টা ২০ মিনিটে তিনি মারা যান। এলাকাবাসী সুত্র জানায়,
ছেলে কুতুব
উদ্দিন রয়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার বিরোধ চলে আসছিল। গত আগস্ট মাসে রয়েলের বিরুদ্ধে জালাল উদ্দিন তালুকদার দুর্গাপুর থানা সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করেন তার ছেলে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। পারিবারিক ও এলাকাবাসী জানায়, পারিবারিক বিরোধের কারণেই তার মৃত্যু হতে পারে। আবার কেউ কেউ বলেছেন তার নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আত্মহত্যা করতে পারেন। নেত্রকোণার সহকারী পুলিশ সুপার (এএসপি) দেলোয়ার হোসেন জানান, আমরা তার লাইসেন্স করা পিস্তলটি থানায় নিয়ে এসেছি। ময়না তদন্ত হলেই মৃত্যুর বিষয়ে তথ্য বেরিয়ে আসবে। মৃত্যুর আগ পর্যন্ত জালাল উদ্দিন দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব পালন করছিলেন।
উদ্দিন রয়েলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার বিরোধ চলে আসছিল। গত আগস্ট মাসে রয়েলের বিরুদ্ধে জালাল উদ্দিন তালুকদার দুর্গাপুর থানা সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে উল্লেখ করেন তার ছেলে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছে। পারিবারিক ও এলাকাবাসী জানায়, পারিবারিক বিরোধের কারণেই তার মৃত্যু হতে পারে। আবার কেউ কেউ বলেছেন তার নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আত্মহত্যা করতে পারেন। নেত্রকোণার সহকারী পুলিশ সুপার (এএসপি) দেলোয়ার হোসেন জানান, আমরা তার লাইসেন্স করা পিস্তলটি থানায় নিয়ে এসেছি। ময়না তদন্ত হলেই মৃত্যুর বিষয়ে তথ্য বেরিয়ে আসবে। মৃত্যুর আগ পর্যন্ত জালাল উদ্দিন দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দায়িত্ব পালন করছিলেন।