টাইগারদের স্বপ্ন ভঙ্গ
টাইগারদের
জয়ের আশা শেষ। পাকিস্তানের সংগ্রহ ১৮.৪ বলে ২ উইকেটে ১৭৮
রান।ফলে পাকিস্তান ৮ উইকেটে বিজয়ী। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৬
উইকেটে ১৭৫ রান করে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই বাংলাদেশের
সর্বোচ্চ রান। ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের (১৪) সঙ্গে তামিম
ইকবালের ৩৪ রানের উদ্বোধনী জুটি বাংলাদেশকে
ভালো সূচনা এনে দেয়। দ্বিতীয় উইকেটে ২ ওভার ৩ বলে তামিমের (১২ বলে ২৪)
সঙ্গে সাকিব আল হাসানের ২৭ রানের জুটি বড় কিছু স্বপ্ন দেখাচ্ছিল
বাংলাদেশকে। দলীয় ৬১ রানে তামিম রান-আউট হয়ে গেলে আরো আক্রমণাত্মক হয়ে
উঠেন সাকিব। তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের (২৬ বলে ২৫) সঙ্গে সাকিবের ৫৮ ও
পঞ্চম উইকেটে নাসির হোসেনের (১৬) সঙ্গে ৩৭ রানের দুটি কার্যকর জুুটি গড়ে
বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি গড়ে দেন সাকিব। শেষ ওভারের তৃতীয় বলে দলীয়
১৭০ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ৮৪ রান করেন টেস্ট ও
ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ের শীর্ষে থাকা সাকিব। তার ৫৪ বলের
ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা।