=>> প্রেমিকাকে হত্যা করে কুকুরে খাওয়ালেন ব্রাজিলের তারকা ফুটবলার
ব্রাজিলে প্রেমিকাকে হত্যা করে কুকুরে খাইয়ে দিয়েছেন রাক্ষস প্রেমিক এক
তারকা ফুটবলার। প্রেয়সীর দোষ, তাদের ভালবাসায় সন্তান এসেছিল তার পেটে। আগেই
বিবাহিত ব্রাজিলের
তারকা ক্লাব ফ্ল্যামিঙ্গোর গোলরক্ষক ব্রুনো ফার্নান্দেজ ডি সুজার মান যাচ্ছিল এ খবরে। মনে মনে প্রেমিকাকে হত্যার পরিকল্পনা আঁটেন তখনই। গতকাল ব্রাজিলের সংবাদ মাধ্যমে ঘটনার বর্ণনা দেন এর তদন্তকারী গোয়েন্দা এডসন মোরেইরা। বলেন, বড় ক্লাবের বড় এক তারকার এমন পৈশাচিক কাণ্ড আমাদের অনুমানের বাইরে ছিল। মডেল প্রেমিকা এলিজা সামুদিওকে হত্যার আগেও নেতিবাচক কাণ্ডে খবর হয়েছেন ২৭ বছরের ডি. সুজা। দৈনিক সান ডে এক্সপ্রেস জানায়, সম্ভাবনা নিয়ে একসময় ব্রাজিল জাতীয় দলে সুযোগের অপেক্ষায় থাকা ডি সুজা এরআগে মদ-গাঁজা সেবন ও ফুটবল সমর্থকদের ওপর চড়াও হয়ে খবরে আসেন। তবে এবারের খবরটিতে হতবাক ব্রাজিলের ফুটবলাঙ্গনও। ইতিমধ্যে ডি. সুজার সঙ্গে সকল চুক্তি বাতিল করেছে তার দল ফ্ল্যামিঙ্গো।
তারকা ক্লাব ফ্ল্যামিঙ্গোর গোলরক্ষক ব্রুনো ফার্নান্দেজ ডি সুজার মান যাচ্ছিল এ খবরে। মনে মনে প্রেমিকাকে হত্যার পরিকল্পনা আঁটেন তখনই। গতকাল ব্রাজিলের সংবাদ মাধ্যমে ঘটনার বর্ণনা দেন এর তদন্তকারী গোয়েন্দা এডসন মোরেইরা। বলেন, বড় ক্লাবের বড় এক তারকার এমন পৈশাচিক কাণ্ড আমাদের অনুমানের বাইরে ছিল। মডেল প্রেমিকা এলিজা সামুদিওকে হত্যার আগেও নেতিবাচক কাণ্ডে খবর হয়েছেন ২৭ বছরের ডি. সুজা। দৈনিক সান ডে এক্সপ্রেস জানায়, সম্ভাবনা নিয়ে একসময় ব্রাজিল জাতীয় দলে সুযোগের অপেক্ষায় থাকা ডি সুজা এরআগে মদ-গাঁজা সেবন ও ফুটবল সমর্থকদের ওপর চড়াও হয়ে খবরে আসেন। তবে এবারের খবরটিতে হতবাক ব্রাজিলের ফুটবলাঙ্গনও। ইতিমধ্যে ডি. সুজার সঙ্গে সকল চুক্তি বাতিল করেছে তার দল ফ্ল্যামিঙ্গো।