==> টিভিতেই চলবে ইন্টারনেট

অসাধারণ সব সুবিধা দিতে ইউরোপের বাজারে চালু হচ্ছে গুগল টিভি। এর মধ্যে রয়েছে- এটি একটি ডিভাইস মাত্র। এর দাম ২০০ পাউন্ড। ইউরোপে আগামী ১৬ই জুলাই থেকে বিক্রি শুরু হবে। এতে যেসব সুবিধা রয়েছে তার মধ্যে অন্যতম
হলো- এটি ব্যবহার করে যে টিভিতে আপনি কোন টেলিভিশন চ্যানেল দেখতে চান তা দেখতে পারবেন। একই টিভিতে আপনি এই ডিভাইসের সাহায্যে ইন্টারনেট চালাতে পারবেন। পারবেন গেমস খেলতে এবং ভিডিও দেখতে। একটি ডিভাইস ব্যবহার করে এতগুলো সুবিধার একবারে- ভাবুন তো ব্যাপারটা নিয়ে একটু! ইউরোপের বাজারে বিখ্যাত টেলিভিশন নির্মাণকারী প্রতিষ্ঠান সনি বা অ্যাপলের টিভি বক্সের সঙ্গে পুরোপুরি প্রতিদ্বন্দ্বিতায় নেমে পড়বে এ ডিভাইস বা টিভি। এ টিভির ভিত্তি হলো কোম্পানির অ্যান্ড্রয়েড সফটওয়্যার। এর সাহায্যে ডিভাইসটি বা এর প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করা হবে। এর ফলে যখন আপনি একটি টেলিভিশনের স্ক্রিনে কোন টেলিভিশন প্রোগ্রাম দেখবেন ঠিক একই সময়ে আপনি তাতে টুইটার বা ফেসবুকের মতো জনপ্রিয় ইন্টারনেট ওয়েবসাইটগুলো চালাতে পারবেন। গুগলের বিশ্বব্যাপী টিভি বিষয়ক কর্মসূচির প্রধান সুবীর কোঠারি বলেছেন, ইউরোপে এই যাত্রার মাধ্যমে তাদের দীর্ঘদিনের যাত্রা শুরু হচ্ছে।

Powered by Blogger.