সাগর-রুনি হত্যাকারীরা এখনও সরকারের আশ্রয়ে: ফারুক

বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, সাগর-রুনি হত্যাকারীরা এখনও সরকারের আশ্রয়ে আছে। বিদ্যুৎ ও জ্বালানি রহস্য প্রকাশ করতে পারে- এ আশঙ্কায় তাদের মেরে ফেলা হয়েছে।

সোমবার সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক এ অভিযোগ করেন। জিয়া ব্রিগেড নামের একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

তিনি বলেন, আগামীকাল থেকে আবারও সংসদ অধিবেশন। আপনারা যদি জনগণের কাছে আবারও ভোট চাইতে যেতে চান, ভোট পেতে চান, তাহলে আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের বিল সংসদে আনুন। এই বিল এনে দেশকে বাঁচান।

ফারুক বলেন, খালেদার নেতৃত্বে আন্দোলনের ডাক এসেছে। সরকারকে নামাতে হবে আন্দোলনের মাধ্যমে।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, নির্দলীয় সরকারের রূপরেখা দেওয়া আছে। তাই নতুন রূপরেখার প্রশ্ন আসে না। নির্দলীয় সরকারের দাবি এখন শুধু বিএনপির নয়, সর্বসাধারণের।

Powered by Blogger.