==> ফেনীর সোনাগাজীতে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

ফেনীর সোনাগাজীতে শারমিন আক্তার মুন্নি (১২) নামের ৬ষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী নিজ ঘরের শয়ন কক্ষে সিলিং’র সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। নিহতের পিতা বাদি হয়ে সোনাগাজী
মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোনাগাজী সদরের দক্ষিন পূর্ব চর খোয়াজ গ্রামের জয়নাল আবদীনের মেয়ে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী শারমিন আক্তার মুন্নি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিল। বুধবার সকালে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার শয়ন কক্ষের সিলিং এ লাশ ঝুঁলতে দেখে খবর দিলে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচর্জি (ওসি) মোহাম্মদ নবীর হোসেন ফাঁসিতে ঝুলে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পিতা বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

Powered by Blogger.