==>> প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন ‘পপ কুইন’ ম্যাডোনা
সম্প্রতি ওয়াশিংটনের ভেরিজোন সেন্টারে আয়োজিত এক সংগীতানুষ্ঠানে স্বাধীনতা
সম্পর্কে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে বেফাঁস মন্তব্য
করেছেন ‘পপ কুইন’ ম্যাডোনা। তাঁর এ বেফাঁস মন্তব্যের পর বিষয়টি নিয়ে
সমালোচনার ঝড় উঠেছে। এক খবরে
জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।গত ২৪ সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনের ভেরিজোন সেন্টারে অনুষ্ঠিত কনসার্টে ম্যাডোনার ওই বক্তব্য পরে ইউটিউবে তুলে দেন একজন দর্শক। ম্যাডোনা তাঁর বক্তব্যে বলেন, ‘বিস্ময়কর এবং অবিশ্বাস্য সত্য হলো, আজ আমাদের হোয়াইট হাউসে একজন আফ্রিকান-আমেরিকানকে আমরা পেয়েছি।’ তিনি বলেন, ‘হোয়াইট হাউসে একজন কালো মুসলিমকে পাওয়া অবশ্যই আশা জাগানিয়া বিষয় আমাদের দেশের জন্য।’
ম্যাডোনা আরও বলেন, ‘সমকামীদের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধে নেমেছেন ওবামা। এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করে অবশ্যই সাহসের পরিচয় দিয়েছেন তিনি। আমাদের সবার উচিত, তাঁকে সমর্থন দেওয়া।’
ইউটিউবে ম্যাডোনার এই বক্তব্যের ভিডিও ফুটেজ দেখার পর বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর তীব্র সমালোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ম্যাডোনার পক্ষে একটি বিবৃতি প্রকাশ করেন তাঁর মুখপাত্র। বিবৃতিতে বলা হয়, ‘স্রেফ মজা করে ওবামাকে মুসলিম বলেছি আমি। আমি জানি, তিনি মুসলিম নন। তিনি খ্রিষ্টান ধর্মের চর্চা করেন। কিন্তু আমি এ-ও জানি, আমাদের দেশের অনেক মানুষই তাঁকে মুসলিম মনে করেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ওবামা যদি মুসলিম হয়েও থাকেন, তাতে কী আসে-যায়! তিনি একজন ভালো মানুষ—এটাই সবচেয়ে বড় কথা। তিনি কোন ধর্মের অনুসারী, সেটা কোনো বিষয় নয়। ওবামার ধর্ম বিশ্বাস নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই।’
জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।গত ২৪ সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনের ভেরিজোন সেন্টারে অনুষ্ঠিত কনসার্টে ম্যাডোনার ওই বক্তব্য পরে ইউটিউবে তুলে দেন একজন দর্শক। ম্যাডোনা তাঁর বক্তব্যে বলেন, ‘বিস্ময়কর এবং অবিশ্বাস্য সত্য হলো, আজ আমাদের হোয়াইট হাউসে একজন আফ্রিকান-আমেরিকানকে আমরা পেয়েছি।’ তিনি বলেন, ‘হোয়াইট হাউসে একজন কালো মুসলিমকে পাওয়া অবশ্যই আশা জাগানিয়া বিষয় আমাদের দেশের জন্য।’
ম্যাডোনা আরও বলেন, ‘সমকামীদের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধে নেমেছেন ওবামা। এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কাজ করে অবশ্যই সাহসের পরিচয় দিয়েছেন তিনি। আমাদের সবার উচিত, তাঁকে সমর্থন দেওয়া।’
ইউটিউবে ম্যাডোনার এই বক্তব্যের ভিডিও ফুটেজ দেখার পর বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর তীব্র সমালোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ম্যাডোনার পক্ষে একটি বিবৃতি প্রকাশ করেন তাঁর মুখপাত্র। বিবৃতিতে বলা হয়, ‘স্রেফ মজা করে ওবামাকে মুসলিম বলেছি আমি। আমি জানি, তিনি মুসলিম নন। তিনি খ্রিষ্টান ধর্মের চর্চা করেন। কিন্তু আমি এ-ও জানি, আমাদের দেশের অনেক মানুষই তাঁকে মুসলিম মনে করেন।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ওবামা যদি মুসলিম হয়েও থাকেন, তাতে কী আসে-যায়! তিনি একজন ভালো মানুষ—এটাই সবচেয়ে বড় কথা। তিনি কোন ধর্মের অনুসারী, সেটা কোনো বিষয় নয়। ওবামার ধর্ম বিশ্বাস নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই।’