=>> এবার কুড়িগ্রামে ২য় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা,শিক্ষকের ২ বছর জেল

দ্বিতীয় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার দায়ে কুড়িগ্রামে স্কুল শিক্ষক মোকছেদ আলীকে ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, শহরের মধুর মোড় এলাকার নিউ মর্ডান কিন্ডার গার্ডেন অ্যান্ড প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে পড়া দেখিয়ে
দেওয়ার নাম করে ছুটির পর প্রধান শিক্ষক মোকছেদ আলী নিজ বাড়িতে নিয়ে যান।
এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে মোকছেদ ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটির চিৎকারে তিনি তাকে ছেড়ে দেন।
বাসায় ফিরে শিশুটি তার মাকে সব ঘটনা জানানোর পর কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ করলে পুলিশ ওই শিক্ষককে আটক করে।
পরে বিকেল সাড়ে ৩টায় কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আবেদ হোসেন এ দণ্ডাদেশ দেন।
অভিযুক্ত শিক্ষককে ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

Powered by Blogger.