==> নিউইয়র্ক সাবওয়েতে ইসলাম বিদ্বেষী বিজ্ঞাপন শুরু

শেষ পর্যন্ত আমেরিকার নিউইয়র্ক সাবওয়ে বা পাতালরেলে ইসলাম বিদ্বেষী একটি বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে। নিজেদের ধর্ম রক্ষার জন্য প্রয়োজনে মুসলমানদের যে গুরুদায়িত্ব পালন করতে হয় তার নাম ‘জিহাদ’ হলেও এ বিষয়টিকে
ওই ন্যাক্কারজনক বিজ্ঞাপনে ‘বর্বরতা’ হিসেবে তুলে ধরা হয়েছে। একটি মার্কিন আদালত সর্বসাধারণের সামনে এ জঘন্য বিজ্ঞাপন তুলে ধরার অনুমতি দেয়ার পর এর প্রচার শুরু হলো।
মহানবী (সা.)-কে নিয়ে আমেরিকায় অবমাননাকর চলচ্চিত্র তৈরি ও ফরাসি পত্রিকায় বিশ্বনবী’কে কটাক্ষ করে কার্টুন ছাপানোর প্রতিবাদে সারা বিশ্ব যখন বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে তখন এ বিজ্ঞাপন প্রচার শুরু হলো।
ঘৃণ্য ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘সভ্য মানুষের সঙ্গে বর্বরদের লড়াইয়ে সভ্য মানুষকে সমর্থন দিন। ইসরাইলকে সমর্থন করুন। জিহাদিদের পরাজিত করুন।’
আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ বা এএফডিআই নামের একটি ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী গোষ্ঠী নিউইয়র্কের পাতালরেলে এ বিজ্ঞাপন দিয়েছে। এ গোষ্ঠীর প্রধান স্বামী পরিত্যক্তা পামেলা গেল্লার বলেছেন, “মৃত্যুর আগ পর্যন্ত আমি ইসলাম অবমাননা করার জন্য লড়াই করে যাবো।”
২০০৭ সালে তালাকপ্রাপ্তা ওই ইসলাম বিদ্বেষী নারীর আবেদনের পরিপ্রেক্ষিতে আমেরিকার একটি আদালতের আমেরিকার সংবিধানে বর্ণিত কথিত ‘বাক স্বাধীনতার আওতায়’ এ বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেয়।
তবে বিজ্ঞাপনটি প্রচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমেরিকার জনগণই এর প্রতিবাদ জানিয়েছেন। ম্যানহাটানের একটি সাবওয়ে স্টেশনে জনৈক পথচারী ক্যামেরন ম্যাককেইব বলেছেন, “এ ধরনের বিজ্ঞাপন প্রচার অত্যন্ত হতাশাব্যাঞ্জক।

Powered by Blogger.