কুষ্টিয়ার পর এবার দিনাজপুরে স্কুল ছাত্রীর শ্লীলতাহনি, জিলা স্কুলের লাম্পট শিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার পর এবার দিনাজপুরে স্কুল ছাত্রীর শ্লীলতাহনির অভিযোগ উঠেছে। এ অভিযোগে জিলা স্কুলের শিক্ষক তসলিম উদ্দিন (৪৩) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার জেল-হাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে ব্যাপক তোলপাড় চলছে এলাকায়। শিক্ষক তসলিমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। প্রাইভেট কোচিং এর এক
ছাত্রীকে স্পেশাল নোটপত্র দেয়ার নাম করে ডেকে নিয়ে শ্লীলতাহানীর ঘটনা ঘটিয়েছে ওই শিক্ষক। অনৈতিক কর্মকান্ডের জন্য শিক্ষক তসলিমের বিচারের দাবিতে বেশ কিছু শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষক তসলিমের মুন্সিপাড়াস্থ ভাড়াটিয়া বাসভবন ঘেরাও করে। পরিস্থিতি চরম উত্তেজনা ও অবনতির দিকে গেলে পুলিশ তাৎক্ষণিক ভাবে তাকে গ্রেপ্তার করে। দিনাজপুর কোতয়ালী থানায় নির্যাতিত ছাত্রীর চাচা মোস্তাফিজুর রহমান বাবু দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, দিনাজপুর সরকারি জিলা স্কুলের সহকারী শিক্ষক তসলিম উদ্দীন মুন্সিপাড়াস্থ জনৈক মৃত সালাম চৌধুরীর বাড়ী ভাড়া নিয়ে প্রাইভেট কোচিং সেন্টার গড়ে তুলেছে। সেই কোচিংএ দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেনীর ছাত্রীরা প্রাইভেট পড়ে। ঈদের ছুটির পর ওই ছাত্রীকে প্রাইভেট শুরুর দিনক্ষণ জানানোর জন্য ১৩ই আগষ্ট ওই ছাত্রীকে মোবাইল ফোনে কল দেয়। ১৪ই আগষ্ট বিকেলে ওই ছাত্রী শিক্ষক তসলিমের কোচিং সেন্টারে যায়। সে সময় তাকে পাশ্ববর্তী ঘরে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে তসলিম। তাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আরও লাম্পট্যের অভিযোগ আসতে থাকে পুলিশ ও সাংবাদিকদের কাছে। অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Powered by Blogger.