ভদ্রদৃশ্যতেও অভিনয় করতে জানেন সানি লিওন!
ইন্দো-কানাডিয়ান পর্নো তারকা সানি লিওন
ইতোমধ্যে জিসম-২ তে অভিনয় করে বলিউডে জায়গা করে নিয়েছেন। রাগিণী
এমএমএস-২ এর পর এবার তিনি অভিনয় করছেন জ্যাকপটে।
এখন ছবির শুটিং চলছে গোয়াতে। এ ছবিতে
সানিকে ভদ্র মহিলার চরিত্রে দেখা যাবে বলে জানালেন সহ-অভিনেতা শচিন। তবে
সানি ভদ্রমহিলার বেশ ধরলেও ছবিতে কিছু বোল্ড বা খোলামেলা দৃশ্য থাকছে বলে
জানালেন শচিন।
তিনি বললেন, আমরা এইমাত্র একটি বোল্ড
দৃশ্যে অভিনয় করলাম। দৃশ্যটি বোল্ড হলেও শৈল্পিকভাবে ধারণ করা হয়েছে। এটা
ভালগার দেখাবে না। সানিকে এখানে ভদ্রবেশে দেখা যাবে। তবে হ্যাঁ, বেশ কিছু
খোলামেলা দৃশ্য সেখানে থাকছে।