‘আর কেউ হরতাল করলে, তাদের বাড়িতে ঢুকে হত্যা করতে হবে’-আবদুল লতিফ সিদ্দিকী

বিএনপি-জামায়াতের হরতালে দলীয় নেতাকর্মীদের তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকী। দলের নেতাকর্মীদের উদ্দেশে সরকারের এ মন্ত্রী বলেন, ‘আদালতের রায়ের বিরুদ্ধে জামায়াত হরতাল করে। আর রাস্তায় শুধু পুলিশ থাকে। আমাদের নেতাকর্মীরা নেতার হুকুমের অপেক্ষায় বসে থাকে। আমি বলছি, এটিই আমার শেষ বক্তৃতা। আর কেউ হরতাল করলে তাদের বাড়িতে ঢুকে হত্যা
করতে হবে।’ তারা হত্যার রাজনীতি করবে আর আমরা বসে বসে আঙুল চুষবো?
গতকাল বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হরতাল আহ্বানকারীদের অপশক্তি উল্লেখ করে লতিফ সিদ্দিকী দলীয় সভানেত্রীর উদ্দেশে বলেন, এসব অপশক্তিকে শক্ত হাতে দমন করতে না পারলে আমি বিদ্রোহ করবো। তিনি নিজের গায়ে লাল পাঞ্জাবি ও সাদা কোট দেখিয়ে বলেন, এই সাদা হলো শান্তির প্রতীক আর লাল হলো বিদ্রোহের প্রতীক। আমাদের দুটিই জানা আছে।
লতিফ সিদ্দিকী উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নেতার হুকুম দিতে হবে। আপনারা তাহলে কি করেন। আজ থেকে শপথ নিন। শোক দিবসে শক্তির শপথ নিন।
সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন হবে উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, পাগল-ছাগল আর স্বাধীনতাবিরোধীদের দোসর, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি কি বলবে- তা আমাদের শুনতে হবে না। ১৫ই আগস্ট বিরোধীদলীয় নেতার জন্মদিন পালনের সমালোচনা করে লতিফ সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে উৎসাহিত করতেই এরা জন্মদিন পালন করে। দলীয় সভানেত্রীর উদ্দেশে তিনি বলেন, অপশক্তিকে কঠোরভাবে দমন করতে হবে। মানবতা ব্যবসায়ী ও ধর্মের ব্যবসায়ীদের দিকে তাকানো উচিত হবে না।-MZAMIN

,
Powered by Blogger.