কালিয়াকৈরে পতিতাসহ গ্রেপ্তার ১৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস বাস স্টান্ড সংলগ্ন ডায়মন্ড নামের একটি আবাসিক হোটেল বুধবার বিকালে পুুলিশ অভিযান চালায়। এ সময়ে পুলিশ অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলের ব্যবস্থাপক, চার পতিতাসহ ১৪জনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে,
উপজেলার কালিয়াকৈর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন ডায়মন্ড আবাসিক হোটেলে পতিতাদের দিয়ে দীর্ঘ দিন ধরে দেহব্যবসা চালানো হচ্ছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে গাজীপুর সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহামুদ আবু নাছিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়।
এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে হোটেল ব্যবস্থাপক মো. নুরুজ্জামান(৪০) হোটেল স্টাফ জসিম উদ্দিন (৪০), ইদ্রিস আলী(৪১), পতিতা মাজেদা আক্তার(২৫), সুমা আক্তার(২০), রাবেয়া আক্তার (২৩) নিলুফা(১৮) রনি(২০), শরিফ মাহামুদ(২৪), জাহাঙ্গীর (৩২), ফরহাদ হোসেন (৩১), হাশেম আলী (২৮), মিজান (২৮) মনিরুজ্জামানকে (৩৫) গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
প্রসঙ্গত এর আগে গত ২৯ জুলাই ওই আবাসিক হোটেল থেকে মালিকসহ ১৭জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

,
Powered by Blogger.