স্ত্রী স্বামীর সঙ্গ দিতে রাজি না হওয়ায় কন্যাকে ধর্ষণ!

স্ত্রী সঙ্গ দিতে রাজি না হয় এক পিতা তার ১৩ বছরের মেয়েকে ধর্ষণ করেছে। বৃহস্পতিবার ভারতের নাহারগড় অঞ্চলে এ ঘটনা ঘটে। গণেশ নামের ঐ লোক তার শিশু কন্যাকে বাড়ির বাইরে এনে ধর্ষণ করে। ঘটনার সময় তার স্ত্রী ঘুমিয়ে ছিল। পুলিশ জানায় ঘটনায় পর আহত মেয়েকে
বাড়ির বাইরে ফেলে সে পালিয়ে যায়। পথের ধারে শিশুটি কাতরাতে দেখে পথচারীরা জেকে হাসপাতালে নিয়ে যায়। আজ সকালে ঐ পিতা পুলিশী জেরার মুখে তার অপরাধ স্বীকার করেছে। অপরাধ স্বীকার করার পর পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের ডেপুটি কমিশনার মহেন্দ্র সিং বলেন, ঐ লোকটি সম্পর্কে মহল্লার সকলে বাজে ধারণা পোষণ করে। সে প্রায়ই মহল্লার নারীদের উত্যক্ত করে। ঘটনার দিন সে মাতাল ছিল বলে জানায় স্ত্রী। সিং আরো জানান, সে যা করেছে তার জন্য মোটেও অনুতপ্ত নয়। সে জানায় তার স্ত্রীর কারণেই সে মেয়েটিকে ধর্ষণ করেছে। স্ত্রী তার প্রস্তাবে রাজি হলে তাকে এই কাজ করতে হতো না। সূত্র: হিন্দুস্তান টাইমস

,
Powered by Blogger.