নালিতাবাড়ীতে পুলিশি হেফাজতে আসামির মৃত্যু, বিক্ষোভ


শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশি হেফাজতে থাকা আপন ভাতিজা হত্যা মামলার আসামি চাচা আজাহার উদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে। রিমান্ডের নামে নির্যাতনে তার মৃত্যুর অভিযোগ এনে শহরে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। গতকাল সকালে এ ঘটনা ঘটে। সূত্রমতে, উপজেলার সন্নাসী ভিটা গ্রামের রহিম হত্যা মামলার আসামি আপন চাচা আজাহার
উদ্দিনকে বুধবার রিমান্ডে নেয় মামলার তদন্ত কর্মকর্তা জাফর আলী। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে জাফর আলী বুকে ব্যথা অনুভব করলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজুল ইসলাম আজাহার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী লাশ শহরে বিক্ষোভ করে। এসময় তারা পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। পরে মিছিলটি কৃষিমন্ত্রীর ভিজিএফের চাল ও শাড়ি-লুঙ্গি বিতরণী অনুষ্ঠানের ঢুকে পড়ে।  লাশটি মঞ্চে তোলা হয়। একপর্যায়ে মঞ্চ দখলে নেয় বিক্ষোভকারীরা। পরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী তদন্তপূর্বক সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতের পরিবারের অভিযোগ, বুধবার জেলা কারাগার থেকে আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য আজাহার উদ্দিনকে রিমান্ডে আনে পুলিশ। নিহতের ছোট ছেলে জানান, রিমান্ডে তার কাছে নির্যাতন না করার শর্তে টাকা দাবি করা হয়। দাবি মতে, ১৭ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু রাতের খাবার দিতে থানায় গেলে সে দেখতে পায় তার বাবাকে বৈদ্যুতিক শক দেয়া হচ্ছে। এসময় তাকে থানা থেকে তাড়িয়ে দেয়া হয়। গতকাল সকালে তারা খবর পান তার পিতা মারা গেছে। নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হায়দার এসব অভিযোগ অস্বীকার বলে বলেন, বুধবার রিমান্ডে আনার পর তিনি সুস্থই ছিলেন। ভোরে আকস্মিক বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান। আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজুল ইসলাম জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

,
Powered by Blogger.