যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বৈঠক

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন ড্যানিলোইজের বাসায় গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সূত্র জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ
বিভিন্ন বিষয় নিয়ে রাজনীতিক, ব্যবসায়ী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জন ড্যানিলোইজ। এ মুহূর্তে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা দেশের বাইরে রয়েছেন।
সূত্র জানায় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভী, বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লার চৌদ্দগ্রাম অঞ্চলের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
ট্রাইব্যুনাল ছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বিশেষ শুল্কমুক্ত সুবিধা (জিএসপি), আগামী জাতীয় নির্বাচনসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা গওহর রিজভীর সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের উপস্থিতিতে এ ধরনের কোনো বৈঠকে আমি ছিলাম না। বৈঠকের ব্যাপারে ব্যারিস্টার রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

, ,
Powered by Blogger.