তারেককে কটাক্ষ করায় জয়ের কুশপুতুলে জুতাপেটা, আগুন


বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের কুশপুতুল জুতাপেটা করে তাতে আগুন দিয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক
দলের নেতাকর্মীরা।বুধবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কুশপুতুল পোড়ায়।
‌এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে কাকরাইল থেকে একিটি মিছিল বিএনপি অফিসের সামনে এসে কুশপুতুল পোড়ায়।
উল্লেখ্য, মঙ্গলবার সজীব ওয়াজেদ জয় এক ইফতার মাহফিলে অংশ নিয়ে বলেন, আমার কাছে তথ্য আছে, আগামীতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।
এ সময় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকেও কটাক্ষ করেন জয়।

, ,
Powered by Blogger.