ভাড়ার গর্ভে শহারুখের সন্তান?
আরিয়ান ও সুহানার পর এবার তৃতীয় সন্তান আসছে
শাহরুখ খানের। তবে এ সন্তানটিকে শাহরুখের স্ত্রী গৌরি নিজ গর্ভে ধারন করছেন
না বরং ভাড়াটে গর্ভের মাধ্যমে আসছে তাদের তৃতীয়
সন্তান। এমন খবরটিই জানিয়েছে ভারতের জুম টিভি।
কিছুদিন আগে আমির কিরণও একই পদ্ধতিতে সন্তান নিয়েছেন।
ভারতে ইদানিং ভাড়াটে মা বা সারোগেট মাদারের আধিপত্য বেড়ে গেছে। বলিউডি ছবি ‘চোরি চোরি চুপকে চুপকে’ প্রীতি জিনতা যেভাবে রানী মূখার্জি-সালমান দম্পতিকে তার গর্ভ ভাড়া দিয়েছিলেন বিপুল অংকের টাকার বিনিময়ে, ঠিক সেভাবে ভারতে অনেকে গর্ভ ভাড়া দিচ্ছেন।
তৃতীয় এ সন্তানটি নেওয়ার ব্যাপারে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন শাহরুখ- গৌরি দম্পতি। তারপরও গণমাধ্যমের কাছে গোপন থাকেনি।
দৈনিকটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানায়, শাহরুখের এ সন্তানটি ছেলে। আর গৌরির মতামত নিয়েই শাহরুখ এ সিদ্ধান্তটি নিয়েছেন।
শাহরুখের ১৫ বছর বয়সী ছেলে আরিয়ান আর ১৩ বছর বয়সী মেয়ে সুহানা ঘরে নতুন অতিথি আসার খবরে উচ্ছ্বসিত। শাহরুখের বাংলো মান্নত এ প্রস্তুতি চলছে নতুন অতিথি বরণের।
উল্লেখ্য, এর আগে বলিউডের মিঃ পারফেকশনিস্ট বলে খ্যাত আমির খান-কিরন রাও দম্পতির সন্তান আযাদও জন্ম নিয়েছিল এক ভাড়াটে মায়ের গর্ভে। আর আমির খানের সেই ডাক্তারের তত্বাবধানেই আছেন শাহরুখ খানের সন্তানের ভাড়াটে মা।
সন্তান। এমন খবরটিই জানিয়েছে ভারতের জুম টিভি।
কিছুদিন আগে আমির কিরণও একই পদ্ধতিতে সন্তান নিয়েছেন।
ভারতে ইদানিং ভাড়াটে মা বা সারোগেট মাদারের আধিপত্য বেড়ে গেছে। বলিউডি ছবি ‘চোরি চোরি চুপকে চুপকে’ প্রীতি জিনতা যেভাবে রানী মূখার্জি-সালমান দম্পতিকে তার গর্ভ ভাড়া দিয়েছিলেন বিপুল অংকের টাকার বিনিময়ে, ঠিক সেভাবে ভারতে অনেকে গর্ভ ভাড়া দিচ্ছেন।
তৃতীয় এ সন্তানটি নেওয়ার ব্যাপারে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন শাহরুখ- গৌরি দম্পতি। তারপরও গণমাধ্যমের কাছে গোপন থাকেনি।
দৈনিকটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানায়, শাহরুখের এ সন্তানটি ছেলে। আর গৌরির মতামত নিয়েই শাহরুখ এ সিদ্ধান্তটি নিয়েছেন।
শাহরুখের ১৫ বছর বয়সী ছেলে আরিয়ান আর ১৩ বছর বয়সী মেয়ে সুহানা ঘরে নতুন অতিথি আসার খবরে উচ্ছ্বসিত। শাহরুখের বাংলো মান্নত এ প্রস্তুতি চলছে নতুন অতিথি বরণের।
উল্লেখ্য, এর আগে বলিউডের মিঃ পারফেকশনিস্ট বলে খ্যাত আমির খান-কিরন রাও দম্পতির সন্তান আযাদও জন্ম নিয়েছিল এক ভাড়াটে মায়ের গর্ভে। আর আমির খানের সেই ডাক্তারের তত্বাবধানেই আছেন শাহরুখ খানের সন্তানের ভাড়াটে মা।