‘রেহানা আক্তার রানুর চুদুর বুদুর বক্তব্য নিষিদ্ধ পল্লীর’-আ স ম ফিরোজ

সম্পূরক বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানুর বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানিয়েছেন সরকার দলীয়
সিনিয়র হুইপ আ স ম ফিরোজ। তিনি বলেন, এ ধরনের শব্দ কেবল নিষিদ্ধ পল্লীতে ব্যবহার হয়। একই সঙ্গে সংসদে অসংসদীয় ভাষা প্রয়োগ বন্ধে স্পিকারের রুলিংয়ের প্রস্তাব রাখেন তিনি।উল্লেখ্য, রোববার অধিবেশন চলাকালে বাজেট আলোচনায় রেহেনা আক্তার রানু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চুদুর বুদুর চলত ন’।
বিএনপির রেহানা আক্তার রানু বাজেটের ওপর আলোচনার সময় সরকারের প্রতি আক্রমণাত্মক বক্তব্য রাখেন। তত্ত্বাবধায়ক নিয়ে তিনি বলেন, ‘যে তত্ত্বাবধায়ক ছিল আওয়ামী লীগের দাবি, সেই দাবি এখন ৯০ ভাগ মানুষের দাবি’। আর আজ বিএনপি সেই দাবি করায় সরকারের ডায়রিয়া হয়ে গেছে। তত্ত্বাবধয়াক সরকার ইস্যুতে স্পিকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রানু।

, ,
Powered by Blogger.