নারী নিয়ে আমোদ-প্রমোদ করার সময় পুলিশের হাতে আটক হলো পুলিশর এক কর্মকর্তা

নারী নিয়ে আমোদ-প্রমোদ করার সময় কক্সবাজারে হোটেল থেকে পুলিশের হাতে আটক হলো পুলিশর এক কর্মকর্তা। রোববার রাতে এ ঘটনাটি ঘটে। মেয়ের অভিভাবকের অভিযোগের ভিক্তিতে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
সুত্র জানায়, পুলিশের চাকরির ইন্টারভিউ
দিতে পরিচয়, অতঃপর প্রেম। সবশেষে বিয়ের প্রলোভনে ওই নারীর সর্বনাশ করেছে পুলিশের এএসআই মো. মহসিন। তিনি ঢাকা নারায়ন গঞ্জের ইন্ডাষ্ট্রিয়াল এলাকায় চাকরি করছেন।
শনিবার মেয়েটি বোনের সাথে কক্সবাজার শহরতলির লিংক রোড এলাকার এক আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যান। সেখান থেকে চলে যান হোটেলে।
প্রতারিত ওই নারীর অভিভাবকের লিখিত অভিযোগ সূত্রে কক্সবাজার মডেল থানার সহকারী সাব ইন্সপেক্টর জমিরুল এর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কলাতলি হোটেল ডালিয়ার ৩য় তলার ২০২ নাম্বার রুম  থেকে ভিকটিম ওই নারীসহ প্রতারক এএসআই মো. মহসিনকে আটক করে থানায় নিয়ে আসে। মেয়েটির বাড়ী পেকুয়া উপজেলার শেখের কিল্লা নামক এলাকায় (নাম পরিচয় গোপন রাখা হলো)।
জানা যায়, বছর খানেক আগে পুলিশ বাহিনীতে চাকরির ইন্টারভিউ দিতে যান মেয়েটি। সেখানে পরিচয় ঘটে নোয়াখালীর যুবক মো. মহসিনের সাথে। মহসিন পুলিশের চাকরি পেলেও মহিলাটির চাকরি হয়নি। চাকরি না হলেও কি হবে? প্রেম তো লেগে গেছে। পরে বিষয়টি দৈহিক সম্পর্কে গড়ায়। পরিশেষে মেয়ের পরিবারে জানা জানি। এভাবে চলতে থাকে উভয়ের প্রেম খেলা। রিপোর্ট লেখা পর্যন্ত নারী এবং  এএসআই মহসিন সদর মডেল থানা হেফাজতে রয়েছে।
কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, বিষয়টি মিমাংসার পর্যায়ে।

, ,
Powered by Blogger.