পাষণ্ড বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণ অতঃপর খুন
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সফদার হুসাইন নামের এক বাবা তার মেয়েকে
ধর্ষণ করার কিছুদিন পর খুন করেছে। দেশটির পুলিশ এ খবর জানিয়েছে।লাহোর
থেকে ১২৫কিমি দূরে গুজরাটের নাওয়ান কট গ্রামে কিছুদিন আগে এ ঘটনাটি ঘটে।
মেয়েটির পরিবার ঘটনাটি পুলিশকে না জানিয়ে গোপনে স্থানীয় কবরে লাশ দাফন করে ফেলে।
ঘটনাটি আলোতে আসে যখন ঐ ধর্ষিতা মেয়েটির এক বান্ধবী চিঠি দিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে সব জানায়।
প্রধান বিচারপতি উমর আতা ঘটনাটি প্রমাণিত হলে ১৫ দিনের ভেতর ঐ দোষী বাবাকে আদালতে হাজির করতে নির্দেশ দেন প্রশাসনকে।
ধর্ষিতা তার মা, ভাই ও দাদিকে ধর্ষণের কথা জানায় কিন্তু তারা তাকে অবিশ্বাস করে।
চিঠিতে আরো জানানো হয়, পরিবারের সবাই অবিশ্বাস করলে মেয়েটি লাহোরে চলে আসে। এরপর পরিবার থেকে জানানো হয় যে তার সাথে আর এমন আচরণ করা হবে না। পরিবারের কথা শুনে ৩০ মে সে বাড়ি ফিরে যায়। ২ জুন বাবা সফদার তাকে বিষ পান করিয়ে খুন করে। সূত্র: পাঞ্জাব-আউটলুক/ সাহারা সময়/ পাকিস্তান টুডে/ হিন্দুস্তান টাইমস।
থেকে ১২৫কিমি দূরে গুজরাটের নাওয়ান কট গ্রামে কিছুদিন আগে এ ঘটনাটি ঘটে।
মেয়েটির পরিবার ঘটনাটি পুলিশকে না জানিয়ে গোপনে স্থানীয় কবরে লাশ দাফন করে ফেলে।
ঘটনাটি আলোতে আসে যখন ঐ ধর্ষিতা মেয়েটির এক বান্ধবী চিঠি দিয়ে হাইকোর্টের প্রধান বিচারপতিকে সব জানায়।
প্রধান বিচারপতি উমর আতা ঘটনাটি প্রমাণিত হলে ১৫ দিনের ভেতর ঐ দোষী বাবাকে আদালতে হাজির করতে নির্দেশ দেন প্রশাসনকে।
ধর্ষিতা তার মা, ভাই ও দাদিকে ধর্ষণের কথা জানায় কিন্তু তারা তাকে অবিশ্বাস করে।
চিঠিতে আরো জানানো হয়, পরিবারের সবাই অবিশ্বাস করলে মেয়েটি লাহোরে চলে আসে। এরপর পরিবার থেকে জানানো হয় যে তার সাথে আর এমন আচরণ করা হবে না। পরিবারের কথা শুনে ৩০ মে সে বাড়ি ফিরে যায়। ২ জুন বাবা সফদার তাকে বিষ পান করিয়ে খুন করে। সূত্র: পাঞ্জাব-আউটলুক/ সাহারা সময়/ পাকিস্তান টুডে/ হিন্দুস্তান টাইমস।