বিভাগীয় শহরে আবাসিক হোটেলে দেহ ব্যবসা
দেশের বিভাগীয় শহরে আবাসিক হোটেলগুলোতে চলছে চুটিয়ে দেহ ব্যবসা ,দেখার
নেই কেউ । প্রতিদিন ই এসব হোটেলে ভীর জমায় অনেক তরুন ।এই হোটেল গুলোর আবার
দালাল দল রয়েছে যাদের
লক্ষ্য নব যৌবন প্রাপ্ত কিশর আর তরুন ।এই সব দালালরা নারী দেহের উপর নানা রকম উত্তেজনাকর লোভনীয় কথা বলে তরুনদের আসক্ত করে হোটেল গুলোতে যাবার জন্য । যার প্রমাণ আমি নিজে তবে না আমি যায়নি কিন্তু দালালদের এমন লোভনীয় আমন্ত্রণে কয়জনই বা পারবে নিজেকে সামলিয়ে রাখতে? এই যখন অবস্থা তখন ঘুষ একে নিয়ে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে মানে যারা এদের ধরবে তারাই তো ঘুষ খেয়ে অবাধে এসব চালিয়ে যাবার সনদ দিচ্ছে । আর এর দরুন তরুন সমাজ রসাতলে যাচ্ছে । কঠোর শাস্তি দেওয়া হবে যারা এসব করেছে আর যারা সাহায্য করছে এসব নোংরা কাজে তাদের এমনায় আশা করে এদেশের অগনিত মানুষ ।
লক্ষ্য নব যৌবন প্রাপ্ত কিশর আর তরুন ।এই সব দালালরা নারী দেহের উপর নানা রকম উত্তেজনাকর লোভনীয় কথা বলে তরুনদের আসক্ত করে হোটেল গুলোতে যাবার জন্য । যার প্রমাণ আমি নিজে তবে না আমি যায়নি কিন্তু দালালদের এমন লোভনীয় আমন্ত্রণে কয়জনই বা পারবে নিজেকে সামলিয়ে রাখতে? এই যখন অবস্থা তখন ঘুষ একে নিয়ে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে মানে যারা এদের ধরবে তারাই তো ঘুষ খেয়ে অবাধে এসব চালিয়ে যাবার সনদ দিচ্ছে । আর এর দরুন তরুন সমাজ রসাতলে যাচ্ছে । কঠোর শাস্তি দেওয়া হবে যারা এসব করেছে আর যারা সাহায্য করছে এসব নোংরা কাজে তাদের এমনায় আশা করে এদেশের অগনিত মানুষ ।