আত্মহত্যার পথ বেছে নিলেন বলিউড অভিনেত্রী জিয়া

আত্মহত্যার পথ বেছে নিলেন বলিউড অভিনেত্রী জিয়া খান৷ মুম্বইয়ের জুহুর বাড়ি থেকে উদ্ধার করা হল ঝুলন্ত দেহ৷ জিয়ার ঘনিষ্ঠদের একাংশের বক্তব্য, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি৷ তা থেকে বেরিয়ে আসারও চেষ্টা করেছিলেন৷ কিন্তু গতকাল রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি৷ সেইসময় বাড়িতে কেউ ছিলেন না৷ এখনও
পর্যন্ত কোনও সুইসাইড নোট মেলেনি৷  গতকাল জিয়ার সঙ্গে শেষবার কে দেখা করেন, তা জানতে বাড়ির পরিচারিকা, নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
২০০৭ সালে রামগোপাল বর্মা পরিচালিত ‘নিঃশব্দ’ ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় জীবন শুরু করেন জিয়া৷ ২০১০ সালে তাঁর শেষ ছবি ‘হাউসফুল’৷ এর মাঝে ২০০৮ সালে আমির খানের সঙ্গে ‘গজনি’ ছবিতে অভিনয় করেন তিনি৷
আত্মহত্যার দশ দিন আগে জিয়া খান ট্যুইটারে লিখেছিলেন, ‘‘খুবই দুঃখিত৷ আমি ট্যুইটার থেকে দূরে সরে যাচ্ছি৷
কখনও কখনও স্মৃতি রোমন্থনের জন্য ছুটি দরকার৷’’ জিয়ার আসল নাম নাফিসা খান। জিয়ার মৃত্যু সংবাদে চমকে গিয়েছে গোটা বলিউড!
ট্যুইটারে শাহিদ কপূর লিখেছেন, ‘‘জিয়া খানের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত… খুব খারাপ লাগছে…  তাঁর আত্মার শান্তি কামনা করি৷’’
অমিতাভ বচ্চনের প্রতিক্রিয়া- ‘‘ কী? …!!! জিয়া খান??? কী হয়েছিল? এটা কী ঠিক? অবিশ্বাস্য!!!’’

Powered by Blogger.