অল্প বয়সী যুবতীদের এনে পতিতা ব্যবসা, মহ্মীরানী আটক

স্ত্রী পতিতা সর্দারনী সানজিদা আক্তার প্রকাশ মহ্মীরানী (২৫), ককসবাজার সমিতি পাড়ার আব্দুল জব্বারের পুত্র খদ্দের মোঃ সেলিম (১৮),পশ্চিম কুতুবদিয়া পাড়ার নাজিম উদ্দিনের পুত্র খদ্দের মোঃ রিদুয়ান (২০),টেকপাড়ার বাহার মিয়ার কিশোরি কন্যা পতিতা (১৫) ।টেকনাফ মডেল থানার এস আই আনোয়ারুল হক জানান সানজিদা আক্তার (মহ্মীরানী) ও তার কথিত স্বামী পতিতার দালাল কামাল হোসেন কেরুনতলী এলাকায় বন বিভাগের জমি জবর দখল করে বসতঘর নির্মান করে অল্প বয়সী কিশোরী ও যুবতীদের বিভিন্ন স্হান থেকে এনে পতিতা ব্যবসা চালিয়ে আসছে ।স্হানীয় মেম্বার খুরশীদা বেগমের অনুরুধে গ্রামবাসীর লিখিত অভিযোগে দিবাগত গভীর রাতে এ অভিযান চালানো হয় ।আটক কৃতরা তাদের অপকর্ম পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানা গেছে ।পুলিশের উপ্স্হিতি ঠের পেয়ে পতিতা মরিয়ম সহ আরও ২জন পালিয়ে যেতে সহ্মম হয় । মহ্মীরানী ও তার স্বামী কামাল হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে পতিতাবৃত্তি করা এবং তা পরিচালনা করার অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে ।