৭২ জোড়া প্রেমিক-প্রেমিকার অশালীন কর্মকান্ডের জরিমানা মাত্র ৫০ থেকে ২০০ টাকা

বগুড়ার ওয়ান্ডারল্যান্ড পার্কই ওদের কাছে প্রিয়! স্কুল-কলেজ ফাঁকি দিয়ে ওরা ডেটিং করে। ওরা পার্কে কোন রাইডে ওঠে না। পার্কের কোণায় কোণায় আড়ালে
গিয়ে ওরা অনৈতিক কাজে লিপ্ত হয়। এভাবেই চলছিল! অবশেষে  মঙ্গলবার দুপুরে  বগুড়ার ওয়ান্ডারল্যান্ড পার্কে অশালীন মেলামেশার অপরাধে ৭২ জোড়া প্রেমিক-প্রেমিকাকে আটক ও আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট  হাবিবুল হাসান রুমির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত শহরের স্টেডিয়াম এলাকায় অবস্থিত ওয়ান্ডারল্যান্ড পার্কে বিশেষ অভিযান চালান। এসময় পার্কের ভেতরে অশালীন কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে ৭২ জোড়া প্রেমিক-প্রেমিকাকে আটক করেন। পরে তাদের মৌখিক ভৎর্সনার পাশাপাশি প্রত্যেকের ৫০ টাকা থেকে ২’শ টাকা পর্যন্ত জরিমানা করেন। এছাড়া পার্কের তিন কর্মকর্তা-কর্মচারির ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ডের আদেশ দেন আদালত। শহরের বিনোদন কেন্দ্রগুলোতে যুবক-যুবতীর অবাধ মেলামেশা বৃদ্ধি পাওয়ায় এই অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

,
Powered by Blogger.