কুমারী কন্যা (১২) অন্ত:সত্ত্বা ৭ মাসের - মহসিন নামের একজন গ্রেপ্তার
একজনকে গ্রেপ্তার করেছে ।
জানাগেছে, দক্ষিণ ধুমাইটারী গ্রামের শহিদুল এর কুমারী কন্যা একই গ্রামের মোকলেছুর রহমানের পুত্র মহসিন মিয়া বিয়ের প্রলোভন দিয়ে তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলে।
এক পর্যায় মেয়েটি অন্ত:সত্ত্বা হয়ে পড়লে মহসিন বিয়ের প্রস্তাব নাকচ করে। বিষয়টি স্থানীয়ভাবে নিরসনের চেষ্টা চালিয়ে এলাকাবাসী ব্যর্থ হয়।
পরে বাধ্য হয়ে মেয়েটির পিতা বাদী হয়ে মহসিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করলে পুলিশ আজ বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন।