আখাউড়ায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, শিশুটির মায়ের থানায় অভিযোগ

আখাউড়ায় ৭বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শিশুটির মা পারভীন বেগম বুধবার সকালে থানায় বাদি হয়ে অভিযোগ দাখিল করেন।অভিযোগে জানা যায়, গত রোববার বিকাল সাড়ে ৩টার দিকে শিশুটি দোকানে যাওয়ার সময় পাশের বাড়ির রহিম শিশুটিকে ডেকে তার
ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি তার বাবা-মাকে ঘটনাটি খুলে বলে। শিশুটি আখাউড়া দক্ষিণ ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।
শিশুটির মা পারভীন বেগম বলেন, লোকলজ্জার ভয়ে এতোদিন কাউকে কিছু বলিনি। মেয়েটির কান্না আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছি। এ ব্যাপারে আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

,
Powered by Blogger.