ভোলায় পুত্র বধুকে জোর পুর্বক ধর্ষণ: জেল হাজতে শ্বশুড়

পুত্রবধুর দায়ের করা ধর্ষণ মামলায় শ্বশুড় আবুল মুন্সিকে (৬০) জেল হাজতে পাঠিয়েছে আদালত। রোববার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভোলা জেলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচার ৮ নং ওয়ার্ডে। মামলার এজাহারে জানা যায়, আবুল মুন্সির ছেলে জসিম ৭/৮ মাস আগে
  শশীভুষণ থানার রসুলপুর গ্রামে বিয়ে করেন । জসিম জীবিকার প্রয়োজনে ভোলার বাহিরে অবস্থানকালীন শ্বশুড় আবুল মুন্সি পুত্র বধুকে জোর পুর্বক ধর্ষণ করে। ধর্ষণের বিষয়টি ধর্ষিতা স্বামী জসিমকে জানালে চাপা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে এবং তাকে আতœীয় স্বজন থেকে সড়িয়ে ফরিদপুরে নিয়ে আটকে রাখে। পরে ধর্ষিতার আতœীয় স্বজনরা বিষয়টি জানতে পেরে মনির হোসেনের সহযোগিতায় উদ্ধার করে স্বামী ও শ্বশুড়কে বিবাদী করে নারী ও শিশু নির্যাতন আইনের ৯(১) ও ২০১ ধারায় অভিযোগ দাখিল করলে পুলিশ ধর্ষণের অভিযোগে শ্বশুড় আবুল মুন্সিকে গ্রেপ্তার করে রোববার বিকেলে আদালতে সোর্পদ করলে আদালত জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
দক্ষিন আইচা থানার অফিসার ইনচার্জ খোন্দকার এনামুল হক জানান, ভিক্টিমকে ডাক্টারী পরিক্ষার জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে।

,
Powered by Blogger.