৩১ মে শুক্রবার ঢাকাসহ দেশের ৬০টি প্রেক্ষাগৃহে ‘নিষ্পাপ মুন্না’
৩১ মে শুক্রবার ঢাকাসহ দেশের ৬০টি প্রেক্ষাগৃহে
মুক্তি পাচ্ছে বদিউল আলম খোকন পরিচালিত চলচ্চিত্র ‘নিষ্পাপ মুন্না’। মীনা
ফিল্মসের ব্যানারে সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খান, সাহারা, মিশা
সওদাগর, আলীরাজ, রেহানা জলি, নাসরিন, আফজাল
, ইলিয়াস কোবরা প্রমুখ।
সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম। সিনেমাটির গান লিখেছেন মনিরুজ্জামান মনির ও কবির বকুল। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, এ্যান্ড্রু কিশোর, এস আই টুটুল, ডলি সায়ন্তনী, পলাশ, মুন ও অনিমা ডি কস্টা।
বদিউল আলম খোকন সিনেমাটি সম্পর্কে বলেন, “এই সিনেমাটির মূল বৈশিষ্ট্য হল এর গল্পে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।”
সিনেমার কাহিনি সম্পর্কে খোকন জানান, জেলখানায় জন্ম নেওয়া শিশু মুন্না জন্মের সময় তার মাকে হারায়। জেলার মুন্নাকে জেলখানা থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। কিন্তু পরিবারের অন্য সদস্যরা মুন্নাকে মেনে নিতে পারে না। এর মধ্যে জেলারের ছোট ভাই জেলারের স্ত্রীকে খুন করেন। তবে দোষ যায় মুন্নার কাঁধে। ১২ বছর জেল হয় তার। জেল খেটে বের হয় মুন্না। এরপর জানা যায়, মুন্নার জীবনের আসল সত্য।
, ইলিয়াস কোবরা প্রমুখ।
সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম। সিনেমাটির গান লিখেছেন মনিরুজ্জামান মনির ও কবির বকুল। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমীন, এ্যান্ড্রু কিশোর, এস আই টুটুল, ডলি সায়ন্তনী, পলাশ, মুন ও অনিমা ডি কস্টা।
বদিউল আলম খোকন সিনেমাটি সম্পর্কে বলেন, “এই সিনেমাটির মূল বৈশিষ্ট্য হল এর গল্পে দর্শক নতুনত্ব খুঁজে পাবেন। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।”
সিনেমার কাহিনি সম্পর্কে খোকন জানান, জেলখানায় জন্ম নেওয়া শিশু মুন্না জন্মের সময় তার মাকে হারায়। জেলার মুন্নাকে জেলখানা থেকে নিজ বাড়িতে নিয়ে আসেন। কিন্তু পরিবারের অন্য সদস্যরা মুন্নাকে মেনে নিতে পারে না। এর মধ্যে জেলারের ছোট ভাই জেলারের স্ত্রীকে খুন করেন। তবে দোষ যায় মুন্নার কাঁধে। ১২ বছর জেল হয় তার। জেল খেটে বের হয় মুন্না। এরপর জানা যায়, মুন্নার জীবনের আসল সত্য।