বছরের শেষে দু’বন্ধু ফের বদলে নিলো বউ!
ঠিক ১ বছর পূর্বে দু বন্ধু বউ বদল করে এলাকায় সাড়া ফেলে দিয়েছিলো। গত ১ বছর
ধরে দু বন্ধু দুজনের বউ বিয়ে করে সুখে শান্তিতে সংসার করে এলেও ঠিক ১
বছরের মাথায় এসে আবারও বউ বদল করে এলাকায় সাড়া জাগিয়েছে। এ বদলের ফলে তারা
তাদের বিয়ের বউকে
আবার কাছে ফিরে পেলো। আলোচিত এ ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলার বাঁকা গ্রামে রোববার রাতে।
ঘটনার বিবরণে জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা গ্রামের চা দোকানি আনারের (২৫) সাথে রাজমিস্ত্রি আবু জাফরের (২৫) খুব ভাব। তারা দুজনে এক আত্মার বন্ধু। বন্ধুত্বে সুবাদে ছিলো দুজন দুজনের বাড়িতে অবাধ যাতায়াত। এ সুযোগে দু বন্ধু দু বন্ধুর স্ত্রীর সাথে প্রেমসম্পর্ক গড়ে ওঠে। সিদ্ধান্ত হয় দু বন্ধু তাদের বউ বদল করবে। সিদ্ধান্ত মোতাবেক গত বছর বাঁকা গ্রামের আইনাল হকের ছেলে রাজমিস্ত্রি আবু জাফর তার স্ত্রী লাইলী খাতুনকে (১৯) প্রতিবেশী ফজলুর ছেলে বন্ধু আনারের সাথে এবং আনার তার স্ত্রী ১ সন্তানের জননী রোজিনা খাতুনকে (২০) আবু জাফরের সাথে বিয়ে দেয়। গত ১ বছর তারা সুখে শান্তিতে ঘর সংসার করে আসছিলো। এ অবস্থায় তারা আবার বউ বদলের সিদ্ধান্ত নেয় এবং গত রোববার রাতে বউ বদল করে নতুন বিয়ে সাজে ধুমধাম করে।
আবার কাছে ফিরে পেলো। আলোচিত এ ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলার বাঁকা গ্রামে রোববার রাতে।
ঘটনার বিবরণে জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা গ্রামের চা দোকানি আনারের (২৫) সাথে রাজমিস্ত্রি আবু জাফরের (২৫) খুব ভাব। তারা দুজনে এক আত্মার বন্ধু। বন্ধুত্বে সুবাদে ছিলো দুজন দুজনের বাড়িতে অবাধ যাতায়াত। এ সুযোগে দু বন্ধু দু বন্ধুর স্ত্রীর সাথে প্রেমসম্পর্ক গড়ে ওঠে। সিদ্ধান্ত হয় দু বন্ধু তাদের বউ বদল করবে। সিদ্ধান্ত মোতাবেক গত বছর বাঁকা গ্রামের আইনাল হকের ছেলে রাজমিস্ত্রি আবু জাফর তার স্ত্রী লাইলী খাতুনকে (১৯) প্রতিবেশী ফজলুর ছেলে বন্ধু আনারের সাথে এবং আনার তার স্ত্রী ১ সন্তানের জননী রোজিনা খাতুনকে (২০) আবু জাফরের সাথে বিয়ে দেয়। গত ১ বছর তারা সুখে শান্তিতে ঘর সংসার করে আসছিলো। এ অবস্থায় তারা আবার বউ বদলের সিদ্ধান্ত নেয় এবং গত রোববার রাতে বউ বদল করে নতুন বিয়ে সাজে ধুমধাম করে।