সম্পর্কে আটকে গেছেন জয়া

স্বনামখ্যাত অভিনেত্রী জয়া আহসান এখন কান ফিল্ম ফেস্টিভ্যালে।
তিনি নাকি আজকাল আটকে গিয়েছেন একটা অজানা আবর্তে। সেই আবর্তে ঘুরপাক খেতে খেতেই দিন কাটছে তাঁর। এসব অবশ্য বাস্তব জীবনে নয়, অরিন্দম শীলের ‘আবর্ত’ নামের ছবিই এর জন্য দায়ী।
এরআগে শুনুন, মার্চের শুরুতেই টালিউডে মুক্তি পেয়েছে
অরিন্দম শীল পরিচালিত ‘আবর্ত’।  স্বপ্নভাঙার কাহিনী নিয়েই আবর্তিত আবর্ত। ছবিতে রয়েছেন টোটা রায়চৌধুরী, বাংলাদেশের জয়া আহসান, রেশমি ঘোষ, কৌশিক গাঙ্গুলি ও শাশ্বত চ্যাটার্জি।
কাজপাগল শ্যামল(টোটা) গত ১৫ বছর ধরে কেরিয়ারের জন্য ব্যক্তিগত জীবন অবহেলা করে এসেছে।  চারু (জয়া আহসান) শ্যামলের স্ত্রী, স্বামীর উচ্চাকাঙ্খার সঙ্গে মানিয়ে নিলেও তারকা ক্রিকেটার হরির (আবীর) প্রতি আকৃষ্ট।  দুলি (রেশমি ঘোষ) শ্যামলের সেক্রটারি সবসময়ই পদোন্নতি চায়।  বসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেও ফেলে আসা জীবনের স্মৃতি এলোমেলো করে তাকে।  ছবির শেষে শ্যামল আবিষ্কার করে তার বহুদিনের স্বপ্ন।  কিন্তু ততক্ষণে অজান্তেই আবেগ, উচ্চাকাঙ্খার জালে পড়েছে সে।  ছবির শেষে শ্যামলের মুক্তি হবে কি না সেই প্রশ্নেরই উত্তর দেবে আবর্ত।

,
Powered by Blogger.