অবৈধ সম্পর্কের জের, দেবর ভাবীর একত্রে আত্মহত্যা
ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং চন্নাপাড়া এলাকা থেকে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, মৌসুমী (২৩) ও মহেশ (২৫)।
মঙ্গলবার সকালে ঘরের ভিতরে এই দু’জনের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলা
চিলারং চন্নাপাড়া এলাকা বাতাসুর স্ত্রী মৌসুমী (২৩) এর সাথে ছোট ভাই মহেশ (২৫) এর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এর পরে মৌসুমীর গর্ভে ভাই মহেশের অবৈধ সন্তান ধারন করে।
দীর্ঘ ৪ মাস পর অবৈধ সম্পর্ক ও অন্তসত্বার কথা পরিবারের লোকজনের মধ্যে জানাজানি হয়ে যায়। মঙ্গলবার ভোর রাতে ভাই বাতাসু না থাকায় ভাবী(মৌসুমী) ও দেবর(মহেশ) একই ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে মৌসুমী ঘর থেকে বের হতে দেরি করলে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ওই দুই জনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ২ জনের লাশ উদ্ধার করে।
চিলারং ইউপি চেয়ারম্যান ফজলুল হক আত্মহত্যার কথা নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউর করিম সাংবাদিকদের জানান, দুই জনের মধ্যে দীর্ঘ দিনের অবৈধ সর্ম্পকের কারনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে ঘরের ভিতরে এই দু’জনের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলা
চিলারং চন্নাপাড়া এলাকা বাতাসুর স্ত্রী মৌসুমী (২৩) এর সাথে ছোট ভাই মহেশ (২৫) এর অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এর পরে মৌসুমীর গর্ভে ভাই মহেশের অবৈধ সন্তান ধারন করে।
দীর্ঘ ৪ মাস পর অবৈধ সম্পর্ক ও অন্তসত্বার কথা পরিবারের লোকজনের মধ্যে জানাজানি হয়ে যায়। মঙ্গলবার ভোর রাতে ভাই বাতাসু না থাকায় ভাবী(মৌসুমী) ও দেবর(মহেশ) একই ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সকালে মৌসুমী ঘর থেকে বের হতে দেরি করলে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ওই দুই জনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে ২ জনের লাশ উদ্ধার করে।
চিলারং ইউপি চেয়ারম্যান ফজলুল হক আত্মহত্যার কথা নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউর করিম সাংবাদিকদের জানান, দুই জনের মধ্যে দীর্ঘ দিনের অবৈধ সর্ম্পকের কারনে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।