খুন হলেন অভিনেত্রী ফারজানা ছবি

নৃশংসভাবে খুন হলেন ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী ফারজানা ছবি। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। প্রেমিককে সন্তানের দায়ভার নিতে বলায় তাকে রীতিমতো জীবন দিতে হয়েছে। সিফ্রাত মোশাররফের ‘এই ছিল মনে’ শিরোনামের একটি খ-নাটকে তাকে এমন একটি চরিত্রে দেখা যাবে। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে খ-নাটকটির শুটিং শেষ হয়েছে। এ প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘এ ধরনের চরিত্রে আমি আগে কখনোই অভিনয় করিনি। প্রেমিকের কাছে
প্রতারিত হয়ে আমাকে শেষ পর্যন্ত খুন হতে হয়। কিন্তু পাপ কখনোই চাপা থাকে না। তাই আমার খুনের তদন্তে সব তথ্য বেরিয়ে আসে।’ ফারজানা ছবি ছাড়াও নাটকে আরো অভিনয় করেছেন সজল, নওশীন প্রমুখ।

,
Powered by Blogger.