ইনজুরির কারণে তামিমের শ্রীলঙ্কা সফরের সমাপ্তি

আবারো ইনজুরির কারণে দল থেকে বাদ পড়লেন তামিম ইকবাল। শনিবার হাম্বানটোটায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান তিনি। ফলে সিরিজের বাকি দুই ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবেন না তামিম।বাঁ হাতে চোটের কারণে প্রথম টেস্ট খেলতে পারেননি ওপেনার
 তামিম ইকবাল। পরে হাম্বানটোটায় প্রথম ওয়ানডেতে
অনবদ্য ১১২ রানের ইনিংস খেলেন এ বাঁহাতি ওপেনার।
এরপর ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন তামিম। স্থানীয় হাসপাতালে এক্স-রে করানো হলে দেখা যায় বৃদ্ধাঙ্গুলিতে সূক্ষ চির ধরেছে।
প্রসঙ্গত, চোটের কারণে ওয়ানডে দল থেকে বাদ পড়া দ্বিতীয় ক্রিকেটার তামিম। এর আগে অনুশীলনের সময় হাঁটুতে চোট পাওয়ায় পেসার নাজমুল হোসেনেরও সিরিজ শেষ হয়ে গেছে।

,
Powered by Blogger.